আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বিকেলে আজমিরীগঞ্জ বাজারের কুশিয়ারা নদীর চরে সরকারি খাস ভূমি থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে মোঃ হেলাল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দন্ডাদেশ দেন। দন্ডিত হেলাল মিয়া আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের মারফত মিয়ার ছেলে।
এসআই বিদ্যুৎ কুমার দাশের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com