কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের চুনারুঘাটে মাইক্রোবাসযোগে গাঁজা পাচারের সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ব্যারিকেড দিয়ে থানার এসআই রাজন দেব ও ভোপেন্দ্র বর্মণ এর নেতৃত্বে একদল পুলিশ মাইক্রোবাস সহ তাদের আটক করে। আটক মাদক ব্যবসায়ীরা হলো আমুরোড বনগাঁও গ্রামের মৃত আউয়াল মিয়ার পুত্র আলী আশরাফ লিটন (২৭) ও একই গ্রামের মৃত সৈয়দ উল্লার ছেলে সাব্বির মিয়া (৩৩)। অপর আসামী হাপ্টারহাওর গ্রামের মৃত মরম আলীর পুত্র স্বজন মিয়া (৩৩) চলন্ত গাড়ী থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে গাড়ী তল্লাসী করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৮০ হাজার টাকা বলে জানায় পুলিশ। আটককৃতদের কারাগারে প্রেরণ করে মাইক্রোবাসটি থানায় জব্দ করে রাখা হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ জানান, মাদকের বিরুদ্ধে চুনারুঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com