বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ গাঁজাসেবীকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়েছে। দুই গাঁজা ব্যবসায়ী হলো নন্দীপাড়ার মখলিছ মিয়ার ছেলে মোশাররফ (২০) ও পুরানবাগের শামসুল ইসলামের ছেলে এনামূল (২৫)।
সূত্র জানায়, দত্তপাড়া গ্রামের টিপু সুলতানের বাড়িতে সন্ধ্যারাতে প্রতিদিন নিয়মিত গাঁজার আসর বসে। প্রতিবেশীগণ দীর্ঘদিন যাবৎ আপত্তি জানালেও টিপু সুলতান কর্ণপাত না করে নিয়মিত গাঁজার আসর বসাতেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় দত্তপাড়া গ্রামের টিপু সুলতানের বসতবাড়ি থেকে গাঁজা সেবনের সরঞ্জাম সহ মোশাররফ ও এনামূলকে ভ্রাম্যমান আদালতে হাজির করে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে। গাঁজাসেবীদেরকে অর্থদন্ড করা হলেও বাড়ির মালিক টিপু সুলতান অসুস্থ হওয়ার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com