স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কের শংকরের মুখ থেকে উত্তর শ্যামলী পর্যন্ত রাস্তাটির ভাঙ্গা স্থানে সংস্কার কাজ ফেলে রাখার কারণে পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অপরদিকে রাস্তার ওই বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গতকাল বিকেলে ওই রাস্তার ভাঙ্গা স্থানে রিক্সা উল্টে গীতা রানী গোপ নামে ৬২ বছর বয়সী এক মহিলা গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গীতা রানী গোপ কানাইপুর গ্রামের সুনিল গোপের স্ত্রী। তিনি পুরান মুন্সেফী এলাকায় তার ছোট ভাই আশার ব্রাঞ্চ ম্যানেজার মতিলাল গোপের বাসায় যাচ্ছিলেন। এ ব্যাপারে আহত গীতা রানী গোপের ভাই মতিলাল গোপসহ এলাকাবাসী জানান, ওই রাস্তারটির গফুর মিয়া বাসা থেকে শিবলী আহমেদের বাসা পর্যন্ত বেহালদশা সৃষ্টি হয়েছে। এতে পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। মতিলাল গোপসহ এলাকাবাসী রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।