মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জের নবীগঞ্জে জগলু মিয়া হত্যা মামলার ২৫ বছর পর একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়। মামলার ৬০ আসামিকে খালাস দেয়া হয়েছে।
গতকাল দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত তফুর মিয়া (৫৫) নবীগঞ্জ উপজেলার বোরহানপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
মামলার বিবরণে জানা যায়- ১৯৯৫ সালের ১৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে ইনাতগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তফুর মিয়া ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খলিলুর রহমানের পক্ষে তার ভাতিজা জগলু মিয়া নিহত হন। ঘটনার পরদিন নিহতের চাচা খলিলুর রহমান বাদি হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষ সিলেট সিআইডির তৎকালিন এএসপি সাইফুল ইসলাম ৬১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী শেষে বিচারক উপরোক্ত রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ। মামলার খালাসপ্রাপ্ত ৬০ আসামীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রুখসানা জামান চৌধুরী।
প্রসঙ্গত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তফুর মিয়া শুরু থেকেই পলাতক। তার পক্ষে কোন আইনজীবী না থাকায় সরকার থেকে অ্যাডভোকেট আকছির মিয়াকে তার পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়।