স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ ও শায়েস্তাগঞ্জে যুবক ও যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। সূত্র জানায়, বানিয়াচং উপজেলা সদরের তীকর মহল্লার বাসিন্দা আসমত আলীর পুত্র খোকন মিয়া (২০) গত বুধবার রাতে বিষপান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের শেরপুর গ্রামের আব্দুস সোবহানের কন্যা রহিমা আক্তার (২২) বিষপান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে বিকেলে সে মারা যায়। পরিবার সূত্রে জানা গেছে, একই এলাকার মকছুদ মিয়ার পুত্র রনির সাথে রহিমার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটে। সম্প্রতি তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এ কারণে হয়তো সে আত্মহত্যা করেছে। সদর থানা পুলিশ লাশ দুইটির ছুরতহাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com