স্টাফ রিপোর্টার ॥ কিছু মানুষের এমন কিছু চারিত্রিক স্বভাব রয়েছে যেগুলো খুবই নিকৃষ্ট ও অপছন্দনীয়। এ স্বভাবগুলোর কারণে তাদের অনেকেরই অধপতন ঘটে কিংবা তাদের ক্ষতিও হয় ভয়াবহ। মিথ্যা, অজ্ঞতা, প্রতারণা, হিংসা, রাগ, লোভ এ সবই বদ মানুষের স্বভাব। সমাজ থেকে এরকমই একজন বদ লোকের কাহিনী ও তার পরিণতি নিয়ে হবিগঞ্জের সুপরিচিত নাট্যাভিনেতা ফোরকান মজুমদার ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করেছেন ৪ পর্বের সেই রকম বদ নাটকটি। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুরান মুন্সেফীস্থ পরিচালকের বাসায় কেক কেটে “এফএফএম বিডি” ইউটিউব চ্যানেল এর উদ্বোধন ঘোষণা করা হয়। শুক্রবার নাটকটির প্রথমপর্ব প্রচারিত হলো। প্রতি শুক্রবার বিকাল ৫টায় ধারাবাহিকভাবে নতুন পর্ব প্রচারিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্র নির্মাতা ও পরিচালক মোক্তাদির ইবনে ছালাম, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজু বিশ্বাস, মোঃ বিলাল আহমেদ, অভিনেতা আশিক সুলতান, তানসেন মিয়া, সোহাগ সিদ্দিকী, আলী আশরাফ হিরা, এজেএম রাজিন প্রমুখ।