স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ রফিকুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ আশরাফ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সেপেক্টর উত্তম কুমার দাস উপজেলার মনতলা তেমুনিয়ায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করেন। এসময় মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com