হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। ১৯৮২ ব্যাচের মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং ১৯৯৫ ব্যাচের মুশতাক আহমেদের পরিচালনায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বল্পসময়ের আহ্বানে আবেগের টানে বৈরি আবহাওয়া উপেক্ষা করে ১৯৮২ থেকে ২০১৯ পর্যন্ত ২০টি ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। মতবিনিময় সভায় উপস্থিত সকলেই বক্তব্য রাখেন এবং সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠন করার জন্য একমত পোষণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ মাসের মধ্যে ২য় মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com