স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলায় হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান লেবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত। গতকাল রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মোঃ ফজলুল হক।
মামলার বিবরণে জানা যায়, বানিয়াচং রোডস্থ মেসার্স শেখ অটো রাইচ মিলের মালিক হাজী মোঃ ফরিদ উদ্দিন আহমেদের কাছে ধান বিক্রি করবেন বলে অগ্রিম ১০ লাখ ৫০ হাজার টাকা নেন ব্যবসায়ী ফজলুর রহমান লেবু। পূর্ব পরিচিত হওয়ায় সরল বিশ^াসে হাজী ফরিদ উদ্দিন তাকে টাকা দেন। পরে ফজলুর রহমান লেবু ধান সরবরাহ না করলে হাজী ফরিদ উদ্দিন তার টাকা ফেরত চান। এতে ফজলুর রহমান লেবু হাজী ফরিদ উদ্দিনকে তার নিজ হাতে লেখা ও স্বাক্ষর করা পূবালী ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার হিসাব নং- ০৬০০৯০১০২০৬৪০ এর একটি চেক দেন যার নং- ৬৩৮৫৮২৭, টাকা ১০ লাখ ৫০ হাজার। ফজলুর রহমান লেবুর অনুরোধের প্রেক্ষিতে কিছুদিন বিলম্বে হাজী ফরিদ উদ্দিন চেকটি নগদায়নের জন্য আইসিবি ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখায় তার নিজ নামীয় হিসাবে জমা দিলে চলতি বছরের ১০ জুন অনলাইন ক্লিয়ারিংয়ের মাধ্যমে উৎধবিৎ ংরমহধঃঁৎব ফরভভবৎং ড়ৎ সরংংরহম মন্তব্যসহ ডিজঅনার হয়। ফজলুর রহমান লেবু প্রতারণামূলকভাবে তাকে চেক প্রদান করায় হাজী মোঃ ফরিদ উদ্দিন আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন। পরে তিনি আইনজীবীর মাধ্যমে ১৭ জুন ফজলুর রহমান লেবুকে লিগ্যাল নোটিশ প্রদান করে ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধ করারা আহবান জানান। ফজলুর রহমান লেবু ১৮ জুন লিগ্যাল নোটিশ গ্রহণ করেন। কিন্তু তিনি টাকা পরিশোধ করেননি। ফলে নিরুপায় হয়ে হাজী ফরিদ উদ্দিন আহমেদ আদালতে মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com