কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে এক রাতে নারীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত ২০ পলাতক আাসামীকে গ্রেফতার করেছে পুলিশ। চুনারুঘাট থানার নবাগত ওসি মোঃ আলী আশরাফের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ ওয়ারেন্টভূক্ত ২০ পলাতক আসামী গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ জানান- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। চুনারুঘাটে কোন অপরাধীর ঠাঁই হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত ১৯ জন ও সাজাপ্রাপ্ত ১ আসামী রয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com