তফসিল ঘোষণা ২১ অক্টোবর ॥ নির্বাচন ২১ নভেম্বর
খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২১ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা ও ২১ নভেম্বর ভোটের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে চুনারুঘাটের ব্যবসায়ীদের সংগঠন ব্যকস এর নেতা নির্বাচিত করা হবে। সভায় স্বাগত ব্যক্তব্য রাখেন- ব্যকস’র আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব সালাম তালুকদার। সদস্য সচিব সাজিদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসু, বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব ছুরুক আলী মীর, আলহাজ্ব আবুল মহালদার, ব্যক্সের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুদ, আলহাজ্ব আতহার আলী, আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব আজগর আলী, আলহাজ্ব আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুল, সিএনজি শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদির সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ জামাল মিয়া, মোঃ রহমান মিয়া, শফিউল আলম জুয়েল, মোঃ জিন্নাহ সহ চুনারুঘাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। সভায় অতিথিবৃন্দ নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যক্ষ ফারুক চৌধুরী, নির্বাচন কমিশনার প্রণয় পাল, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু।