বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল বারিক (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার সম্ভুপুর টাওয়ার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বারিক স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র ও রইছগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রইছগঞ্জ (খাগাউড়া) বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল বারিক দোকানের মুদি মালামাল ক্রয়ের জন্য সিএনজি যোগে দিগাম্বর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে মহাসড়কের সম্ভুপুর টাওয়ার সংলগ্ন স্থানে পৌছলে ঢাকা থেকে সিলেটগামী বেপরোয়া প্রাইভেট কারের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি আরোহী আব্দুল বারিক গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল বারিকের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে রেফার করেন। পরে দুপুর ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বারিক মারা যান। এ ঘটনায় সিএনজি চালক ইউনুছ মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com