স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার জগতপুর থেকে চেক ডিজঅনার ও অর্থঋণ মামলার পরোয়ানাভুক্ত ও মোটর সাইকেল চুরির মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীররাতে সদর থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়াকে (৫০) গ্রেফতার করে। সে ওই গ্রামের আব্দুল ছমেদের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে উল্লেখিত মামলায় পরোয়ানা রয়েছে আদালত থেকে। অপরদিকে ধুলিয়াখাল গ্রামের মোটর সাইকেল চোর সন্দেহে মিজান মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে দুইজনকেই কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com