নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইরাজ বিবি (৪০) নামে এক নারী নিহত হয়েছে। সোমবার রাত ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ইরাজ বিবি বামৈ গ্রামের আবু মিয়ার স্ত্রী। তিনি ১ সন্তানের জননী বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইরাজ বিবি নিজ ঘরের বিদ্যুতের বোর্ডে সুইচ অন করতে গিয়ে বিদ্যুতের খোলা তার লেগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান। সাথে সাথে পরিবার ও স্থানীয় লোকজন তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি (তদন্ত) অজয় দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com