স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত বিলের টাকা না দেয়ায় হবিগঞ্জ শহরের হরিপুর এলাকা থেকে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত আমির আলীর পুত্র। পুলিশ জানায়, আলী হোসেনের বাসার বিদ্যুত বিল জমেছে ১ লাখ ৮৫ হাজার টাকা। কিন্তু তিনি বিলের টাকা না দেয়ায় তার বিরুদ্ধে সিলেটে বিদ্যুত আইনে মামলা হয়। বারবার তাগিদ দেয়ার পরও বিল পরিশোধ না করায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। পুলিশ জানায় আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com