স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবীন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত এর মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। গতকাল পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী ও গণফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শ্যামল কান্তি দাস।
অ্যাডভোকেট শ্যামল কান্তি দাস তাঁর শোকবার্তায় বলেন- হবিগঞ্জের আইন অঙ্গনের উজ্জল নক্ষত্র, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণফোরাম নেতা অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত এর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাঁর মৃত্যুতে হবিগঞ্জবাসী এক গর্বিত শ্রেষ্ঠ সন্তানকে হারাল। এ ক্ষতি অপূরণীয়। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com