হবিগঞ্জ উমেদনগর জামিয়ায় আলোচনা সভায় বক্তারা
উম্মুল মাদারিস হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৪ বছরের মহাপরিচালক ও শাইখুল হাদিস, আমীরে হেফাজত, খলিফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন, বিশ্ব মুসলিম উম্মাহের দিকপাল। শতবর্ষী এ হযরতের দীর্ঘ হায়াতে তিনি ইসলাম, দেশ-জাতির উন্নতি কল্পে প্রতিটি সেক্টরে তুলনাহীন অবদান রেখে গেছেন। যা আলোচনা করে শেষ করা যাবে না। তিনি মুজাদ্দিদ (সমাজ সংস্কারক) ছিলেন। তিনি হাদিসের মসনদে ছিলেন মুকুটহীন সম্রাট। তাসাউফের লাইনে ছিলেন বড় বুযুর্গ। নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের বীর পুরুষ। ইসলাম ও দেশ-বিরোধী যে কোন আন্দোলন সংগ্রামে ছিলেন মূর্তপ্রতিক।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ উমেদনগর জামিয়ায় আল্লামা হবিগঞ্জী রহ. এর সুযোগ্য বড় সন্তান, উক্ত জামিয়ার প্রিন্সিপাল, হাফেজ মাওলানা মাসরুরুল হকের আহ্বানে আল্লামা শফী রহ. এর জীবন-কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত আলোচকগণ উপরোক্ত কথাগুলো বলেন। প্রবীন আলেম, হবিগঞ্জী হুজুর রহ. এর ছোট ভাই, হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, মাওলানা শামছুল হক সাদি (মুসা) সাহেবের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ওয়াসিক বিল্লাহ হিব্বানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি, শাইখুল হাদীস আল্লামা আব্দুর রব ইউসুফী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, আল্লামা আব্দুল বাসিত আজাদ, দ্বীনি শিক্ষা বোর্ড হবিগঞ্জ এর মহাসচিব, মুফতি শাহ আব্দুল হক, আলহাজ্ব ফরিদ উল্লাহ, হাফেজ আব্দুর রহমান, মাদ্রাসাতুল হারামাইন বানিয়াচং এর মুহতামিম শায়খ মাওলানা মুখলিছুর রহমান, চুনারুঘাট শামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুর আলী, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক, জামিয়া ইমামবাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি লুৎফুর রহমান, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আইয়ুব বিন সিদ্দীক, চুনারুঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আলী, হাফিজ মাওলানা মাসউদুর রহমান চৌধুরী বেলাল, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, মাওলানা মামনুনুল হক, ডা. এম এ করিম আজহার, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা তাজ উদ্দীন, মুফতী আমীর আহমদ, মাওলানা মাবরুরুল হক, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আসাদ আহমদ, মাওলানা আশিকুর রহমান, মাওলানা হেলাল আহমদ নোমান প্রমুখ। পরে শফি সাব রহ. এর দরজাত বুলন্দি ও বরুনার খলিলুর রহমান দা.বা. এর সুস্থতা এবং দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com