স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে আক্কাস আলী নামের এক ব্যক্তির কান কামড়ে ছিড়ে ফেলেছে তারই ছোট ভাই ও বোন। আহত অবস্থায় আক্কাস আলীকে (৪০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মফিল মিয়ার পুত্র আক্কাস আলীর সাথে তার ছোট ভাই মুখলেছ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত বুধবার দুপুরে মুখলেছ মিয়া ও তার ছোট বোন মিনারা বেগম আক্কাস আলীকে জাপটে ধরে তার ডান কান কামড়ে ছিড়ে ফেলে। শুধু তাই নয় এক পর্যায়ে তাকে মারধোর করে আহত করে। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যক্তি গতকাল বৃহস্পতিবার বানিয়াচং থানায় মামলা করেছেন। এ ব্যাপারে ওসি এমরান হোসেন জানান, অভিযোগ পেয়েছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com