নিজস্ব প্রতিনিধি ॥ বিশ্বব্যাপী কভিড ১৯এর তান্ডবে লন্ডভন্ড, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানিতে দিশেহারা বিশ্বের পরমানু শক্তিধর দেশগুলি, মেডিসিন বিশেষজ্ঞগণ রাতদিন গবেষণা চালিয়ে যাচ্ছে ভ্যাকসিন আবিষ্কারে কিন্তু কোন সুত্র খোঁজে পায়নি বিগত ৬ মাসেও। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে এন্টিবডি টেস্ট শুরু হলো। রাষ্ট্রিয় সংস্থাগুলির পাশাপাশি রাজনৈতিক সামাজিক সংগঠনগুলি তাদের কমিউনিটির সেবাদানে বিভিন্ন কর্মসূচি শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রবাসী হবিগঞ্জবাসীর একমাত্র আস্থা ও নির্ভরশীল সংগঠন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র এর আয়োজন এন্টিবডি টেস্ট, মাস্ক ও সেনিটাইজার বিতরণ কর্মসূচি গত মঙ্গলবার ২২শে আগস্ট জ্যামাইকার ১৭৫ স্ট্রীট হিলসাইড মিশন সেন্টারের সামনে সম্পন্ন করে। এন্টিবডি টেস্ট স্পন্সর করেন হোমকেয়ার লংজেবেটি হেল্থ সার্ভিস এর জোনাল ম্যানেজার রোকন হাকিম এবং এটর্নী মঈন চৌধুরী ও মেগা ইনসুরেন্স সিইও রাজীব আহমদ মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার স্পন্সর করেন।
বিতরণের পর সংগঠনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী শেফাজের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- এটর্নী মঈন চৌধুরী, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নাসির উদ্দীন, রমিজ উদ্দীন খান, মসজিদ মিশন সেন্টারের সাধারণ সম্পাদক আক্তার রহমান টিপু কমিনিউটি বোর্ড মেম্বার ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক সৈয়দ আলআমিন রাসেল, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি তোফায়েল চৌধুরী, বর্তমান সদস্য মান্না মুনতাসির, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, সিলেট সদর সমিতির উপদেষ্টা সাহনূর কুরেশী, হবিগঞ্জ জেলার সাবেক শিক্ষা অফিসার মো: গাফ্ফার আহমদ, সংগঠনের সিনিয়র সহসভাপতি আজদু মিয়া তালুকদার, হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি আশিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি শফি উদ্দীন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মো: রেজাউল আজাদ ভূঁইয়া, হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক ছাত্রনেতা মুকিদুল ইসলাম, কমিনিউটি লিডার সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন মানিক, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী খান জুনেদ, আবুল কালাম টিপু ফেরদৌস আহমেদ, ফারুক এম হক প্রমুখ। মসজিদ মিশন সেন্টারে হুজুর কোরআন তেলাওয়াত শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন অনুষ্ঠান পরিচালনা করেন।
বক্তাগণ যে কোন ক্রান্তিলগ্নে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি প্রবাসীদের পাশে থেকে সেবাদান করার প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া সভাপতি জানান বাংলাদেশে হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ত্রাণ বিতরণের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com