স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও লাখাইয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ও শিক্ষক আহত হয়েছেন।
সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর হবিগঞ্জ শহর থেকে বাড়ি যাবার পথে হবিগঞ্জ-লাখাই সড়কে টমটম দুর্ঘটনায় আহত হন লাখাই উপজেলার আশেঢ়া উচ্চ বিদ্যালয়ের (বিএসসি) শিক্ষক মোঃ আলী আশরাফ সোহাগ। দুর্ঘটনায় তার শরীরের ডান কাঁধের হার ও বুকের তিনটি হার ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।
অপরদিকে, চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার সাইনবোর্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে চুনারুঘাট থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি উপজেলার সাইনবোর্ড নামক স্থানে পৌঁছলে অপর একটি সিএনজি ওভারটেক করতে গিয়ে ওই সিএনজিকে ধাক্কা দেয়। ফলে উল্টে যায় সিএনজিটি। আহতাবস্থায় ৫জনকে হাসপাতাল প্রেরণ করেন উপস্থিত জনতা। দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন- চুনারুঘাট সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. শওকত আলী, মিরাশি ইউনিয়নের গোয়াছপুর গ্রামের মোঃ মফিল মিয়া ও তার ছেলে সেনা সদস্য জুনায়েদ মিয়া, একই গ্রামের আব্দুল হাই’র ছেলে আল আমিন এবং সিংপাড়া গ্রামের মৃত সিকান্দর মিয়ার পুত্র আছকির মিয়া।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন- দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একটি সিএনজি আমাদের থানা হেফাজতে রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com