স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাস টার্মিনাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাইসেন্স বিহীন নকল নিউ ডিসকোভারী কয়েল ও নাম্বার ওয়ান ডিসকোভারী নামে নকল কয়েল বিক্রির দায়ে সুমন এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক ১৫০ কার্টুন নকল কয়েল জব্দ পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক সুমন পালিয়ে যায়। পরে তার পিতা মোঃ আবুল হোসেনের কাছে থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় পরবর্তীতে যাতে এসব নকল কয়েল বিক্রি না করে এ ব্যাপারে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।