ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের বৈঠকে সিদ্ধান্ত
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজারে গোয়েন্দা নজরদারি চলছে
মঈন উদ্দিন আহমেদ ॥ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে হঠাৎ করেই হবিগঞ্জের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজের দাম গিয়ে ঠেকে ৭০ টাকায়। মঙ্গলবার দাম বাড়ার সাথে সাথে ক্রেতারা আরও দাম বাড়ার আশঙ্কায় পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন। অনেকেই ৫ কেজি, ১০ কেজি, ১৫ কেজি করে পেঁয়াজ ক্রয় করেন। এ অবস্থায় করণীয় নির্ধারণে গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি মোঃ শামছুল হুদা জানান- বৈঠকে জানানো হয় ভারত অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। তাই পেঁয়াজের মূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে না যায় তার জন্য নানা সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় কোন ক্রেতা ২ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না। বিক্রেতাও একজন ক্রেতার কাছে ২ কেজির বেশি পেঁয়াজ বিক্রি করতে পারবেন না। পাইকারী বিক্রেতারা সাধারণ ক্রেতাদের কাছে ১ বস্তা করে পেঁয়াজ বিক্রি করতে পারবেন না। বিক্রেতাকে পেঁয়াজ ক্রয়ের রশিদ এবং বিক্রির রশিদ সংরক্ষণ করতে হবে। তাছাড়া ক্রেতাদেরকে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কিনে চাহিদা অনুযায়ী পেঁয়াজ ক্রয়ের আহবান জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি জেলা প্রশাসন বাজার মনিটরিং করবে। যারা এর ব্যতয় ঘটাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজারে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।