মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর স’মিল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ মোরশেদ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ। বুধবার সকালে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর মোরশেদ আলমের নেতৃত্বে এসআই মোস্তাফা সঙ্গীয় ফোর্স নিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করে। মোরশেদ মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের মৃত মস্তু মিয়ার ছেলে। পরে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোরশেদ মিয়াকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com