কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের বাহুবলে এবার সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ এ তথ্য জানান। এর আগে গত ১৩ সেপ্টেম্বর বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ এসিল্যান্ডে’র নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান। নমুনা প্রদানের পর থেকেই তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com