স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকা থেকে তাহির মিয়া (৫০) নামের এক মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। সে ওই এলাকার দেওয়ান মিয়ার পুত্র। গত সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com