টমটমে মহিলাদের একাকী চলতে সাবধান
হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ যাত্রীবেশে টমটমে উঠে মহিলা যাত্রীর চেইন ছিনিয়ে নেয়ার সময় ৪ মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- গতকাল মঙ্গলবার শহরের শায়েস্তানগর থেকে যাত্রীবেশে ৪ মহিলা যাত্রী চৌধুরীবাজার যেতে একটি টমটমে উঠে। ওই ৪ মহিলা যাত্রী টমটমে এলোমেলোভাবে বসে টমটমের অপর এক মহিলা যাত্রীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন খুলে নেয়ার চেষ্টা চালায়। বিষয়টি আঁচ করতে পেরে ওই মহিলা শোর চিৎকার করলে টমটমের ড্রাইভারের সহযোগিতায় ছিনতাইকারী মহিলাদের হাত থেকে চেইন উদ্ধার এবং তাদের আটক করা হয়। পরে তাদের পুরান বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আটকে রেখে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি মোঃ শামছুল হুদাকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন ব্যকস সভাপতি মোঃ শামছুল হুদা। তিনি বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে আটককৃত ৪ মহিলা ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। আটককৃতরা ধরমন্ডলের বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com