একটি ভেড়া বছরে দুই বার বাচ্চা দেয় এবং ভেড়া পালন করা বেশ লাভজনক ॥ ডিসি
সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ভেড়া ও অসচ্ছল প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়েজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান দশজন ভিক্ষুকের হাতে ভেড়া ও প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসান তাঁর বক্তৃতায় গরীব অসচ্ছল সকলকে সাবলম্বী হতে বাড়িতে ভেড়া পালন করার আহবান জানান।
তিনি বলেন একটি ভেড়া প্রতিবছরে দুই বার বাচ্চা দেয় এবং ভেড়া পালন করা বেশ লাভজনক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com