এস এম খোকন ॥ বানিয়াচংয়ে গাঁজা সেবন ও হেফাজতে রাখার অপরাধে রাজু মিয়া (২৫) নামে এক মাতালকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। মঙ্গলবার বিকালে উপজেলার আলমপুর বাজারে মায়ের অভিযোগের ভিত্তিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশে বানিয়াচং থানার একদল পুলিশ তাকে আটক করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মির কাছে নিয়ে যায়। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাজুকে উপরোক্ত দন্ড প্রদান করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি জানান, গাঁজা সেবন ও হেফাজতে রাখার অপরাধে রাজু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com