নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ভারত সীমান্তের কেদারাকোর্ট এলাকায় পাওনা টাকা নিয়ে চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের আক্রমণে ইয়াকুত মিয়া খুনের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৭ আগস্ট মামলাটি দায়ের করেন নিহতের ছোট ভাই জমরুত মিয়া। মামলা দায়েরের পর অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক এর নির্দেশনায় চুনারুঘাট থানার এসআই সম্রাট এর নেতৃত্বে একদল পুলিশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামী একই এলাকার সুন্দর আলীর ছেলে আব্দুল হাইকে (৫০) গ্রেফতার করে।
বাদীপক্ষের দাবি, গত শনিবার রাত সাড়ে ১০টায় গাজিপুর ইউনিয়নের কেদারাকোর্ট এলাকায় জমশেদ আলীর ছেলে দরবেশ আলীর সাথে টাকা পাওনা নিয়ে বিরোধের একপর্যায়ে দরবেশ গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াকুতকে রক্তাক্ত জখম করে। আশপাশের লোকজন ইয়াকুত মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সম্রাট জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযান অব্যাহত রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com