বৃটেনে বসবাসকারী বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমানের কন্যা ফারহানা সুলতানা লন্ডনে এ লেভেল পরীক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে সে বিশ্বের সেরা ৫০টি বিশ্ববিদ্যালয়ের একটি এবং যুক্তরাজ্যের সেরা ১০টি সেরা বিশ্ববিদ্যালয়ের একটি বৃটেন কিংস কলেজে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য অধ্যয়ন করছে। কৃতি শিক্ষার্থী ফারহানা সুলতানার বাবা বাংলাদেশের স্কাইপি কেলেংকারী উদঘাটনসহ দেশের বিভিন্ন আলোচিত সংবাদের জনক। বর্তমানে সাংবাদিক অলিউল্লাহ নোমান লন্ডন থেকে প্রকাশিত আমার দেশ পত্রিকার প্রকাশনার সাথে সম্পৃক্ত। ফারহানার দাদা মাওলানা ছানাউল্লাহ হবিগঞ্জের মাধবপুর থানার ইটাখলা মাদ্রাসার স্বনামধান্য আমৃত্যু অধ্যক্ষ ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com