স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের আহবানে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, রবিন্দ্র কুমার পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা খালেদ আহমদ, গীতা পাঠ করেন উত্তম কুমার পাল হিমেল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com