স্টাফ রিপোর্টার ॥ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নের ফুলদি গ্রামের বাসিন্দা হাজী ডা. আব্দুল মালিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেল পৌণে ৫টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৭ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে নিজ গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। হাজী ডা. আব্দুল মালিক হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর, একুশে টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনের শ^শুর। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলদি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com