মঈন উদ্দিন আহমেদ ॥ উবাহাটা, কুটিরগাঁও ও পুরান বাজার নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৭নং ওয়ার্ড। এ ওয়ার্ডে রাস্তাসহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ হলেও রয়েছে ড্রেনেজ সমস্যা। আর ড্রেনেজ সমস্যার কারণে পানি নিষ্কাশনে ওয়ার্ডবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। বুধবার ওই ওয়ার্ডে সরেজমিনে গেলে ভূক্তভোগীরা বলেন- নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আমরা তাদের সাধ্য অনুযায়ী উন্নয়ন চাই। আগামী নির্বাচনে যিনিই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি যেন এলাকার উন্নয়নে গুরুত্ব দেন এ দাবি ভূক্তভোগীদের।
এবারের নির্বাচনে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় সম্ভাব্য ৫ প্রার্থীর নাম শুনা যাচ্ছে। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন- বর্তমান কাউন্সিলর মোঃ তাহির মিয়া খান, সাবেক কাউন্সিলর এমএ আহাদ, আব্দুল লতিব বাবুল, মোঃ আব্দুল কাদির ও নূরুল হুসেন বাচ্চু।
প্রসঙ্গত, আগামী ডিসেম্বর মাসে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন খবরে সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। বসে নেই কাউন্সিলর প্রার্থীরাও। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা করোনা ভাইরাসের কারণে প্রকাশ্যে সভা সমাবেশ করে বা কর্মী সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালাতে না পারলেও তারা নিরবে নিভৃতে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। সাধারণ ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। স্থানীয় সংবাদপত্রে সংবাদ প্রকাশে প্রথমদিকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা নিজেদের দলীয় পরিচয় দিতে উৎসাহী হলেও বর্তমানে তাদের এ ব্যাপারে অনীহা লক্ষ্য করা গেছে। কৌশলগত কারণে অধিকাংশ প্রার্থীই দলীয় পদ পদবী ব্যবহার করতে নারাজ।