সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব ॥ লাখাই উপজেলায় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৯ হাজার ৭শ’ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। অভিযানকালে জেলেরা জাল ফেলে রেখে পালিয়ে যায়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে নোয়াগাঁও, শিবপুর এর হাওরে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা। অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ও প্রয়োজনে জেলেদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন ও লাখাই থানার একদল পুলিশ সদস্য।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com