নুর উদ্দিন সুমন ॥ সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ আগস্ট চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। এডহক কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, সদস্য সচিব উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা আক্তার, শিক্ষক প্রতিনিধি তোফাজ্জল হোসেন, অভিভাবক প্রতিনিধি মো: মানিক সরকার। গতকাল ২ সেপ্টেম্বর দুপুরে কমিটির সকল নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সামছুল হক, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মানিক সরকার, ফয়সল আহমেদ, আনোয়ার হোসেন লিজন প্রমুখ। জানা যায়, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত প্রবিধান অনুসারে এ কমিটি গঠন করা হয়। প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (৫) ধারা অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ঐতিহ্যবাহী স্কুলের মানউন্নয়ন বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com