স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। অফিসিয়াল ড্রেস কোড না মেনে ভার্চুয়াল সভা ও কর্মশালায় অংশ নেয়ার কারণেই এই নির্দেশনা দেয়া হয়।
এই বিষয়ে সকল পরিচালক, বিভাগীয় উপ-পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ড্রেস কোড অনুসরণ না করে ক্যাজুয়াল পোশাক পরিধান করে দপ্তরে এবং বিভিন্ন ভার্চুয়াল সভা/কর্মশালায় অংশ নিচ্ছেন। দপ্তর ও সভা, কর্মশালা চলাকালীন তাদের অবস্থান ও কথা বলাসহ বিভিন্ন আচরণে দাপ্তরিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে। ফলে দাপ্তরিক ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com