স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের দেশমূখ্য পাড়ার লাল হোসেনের স্ত্রী ঝরণা বেগমের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন বিজ্ঞ বিচারক। গতকাল বুধবার যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল আমিন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার উত্তর-পূর্ব ইউনিয়নের তোপখানা প্রকাশিত শেখের হাটির মোঃ তাহের মিয়ার পুত্র মোঃ জাহাঙ্গির মিয়া বাদী হয়ে ঝরণা বেগমের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-০৪ আদালতে একটি মামলা দায়ের করেন। সিআর মামলা নং ৪৬৩/১৯ইং (বানি)। মামলাটি গত ২৫ আগস্ট বিচারের জন্য যুগ্ম দায়রা জজ ২য় আদালত হবিগঞ্জে বদলী করা হয়। গতকাল বিজ্ঞ বিচারক মামলা পর্যালোচনা করে উপরোক্ত রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে ঝরণা বেগম পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com