স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। ধর্ষককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মামলার বাদী মোঃ মাহবুব মিয়া জানান- রবিবার সকালে তার ১০ বছরের শিশুকন্যা উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মুন্সিবাড়ি মসজিদের মক্তবে পবিত্র কোরআন শরীফ পড়ে বাড়ি ফিরছিল। পথে কাঠ বাগানের নির্জন স্থানে একই গ্রামের হায়দর আলীর বখাটে ছেলে হাবিবুর রহমান হবি শিশুটিকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় শিশুটি বাঁধা দিলে তার শরীরের বিভিন্ন স্থানে কামড় ও মারধোর করে আহত করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে হাবিবুর রহমান হবি পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান- মামলার তদন্ত ও আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com