বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। এ উপলক্ষে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার ১৭ আগস্ট দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ জামে মসজিদে কোরআন খতম, দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শোকসভা ও বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক। বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ সোলাইমান হোসেনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ আশিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবদাল হোসেন খান, মুফতী কাজী আতাউর রহমান, বিএসডি মহিলা মাদ্রাসার সুপার মাওঃ মোবাশি^র আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিভিন্ন মক্তবের শিক্ষক ও ওলামায়ে কেরামগণ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com