বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে কমিউনিটি ক্লিনিকে ফার্নিচার ও বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ১৭ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে এডিপি’র অর্থায়নে এসব ফার্নিচার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসব ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল ও ক্রিকেট সামগ্রী। এছাড়া ৭টি কমিউনিটি ক্লিনিকের জন্য চেয়ার-টেবিল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হাসিবুল হোসেন প্রমূখ। এছাড়াও বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগণ এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com