স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় ছুরিকাঘাতে মর্জিনা আক্তারকে খুনের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে নিহত মর্জিনার পুত্র এমরান হোসেন বাদি হয়ে একই এলাকার বাচ্চু মিয়ার পুত্র রুবেল মিয়াকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে এ মামলায় আটককৃত আসামি জুয়েল ও সুজনকে সোমবার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অভিজিৎ ভৌমিক জানান, রুবেলসহ এ মামলার অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টায় পারিবারিক কলহের জের ধরে রুবেলসহ অন্যান্যরা ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী মর্জিনা আক্তারকে হত্যা করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com