এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ পৌরসভায় উন্নয়ন জোরদার করার লক্ষ্যে পৌরসভার সকল সামাজিক সংগঠনের তালিকা তৈরীর কাজ শুরু করা হয়েছে। সামাজিক সংগঠনগুলোর তালিকা তৈরী করে সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে কর্ম পরিকল্পনা করে পৌরসভার উন্নয়ন কাজ করতে চান পৌর মেয়র মিজানুর রহমান মিজান। এ লক্ষ্যে মেয়রের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মেয়র মিজানুর রহমান মিজান উল্লেখ করেন সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে যে সকল সামাজিক সংগঠন পৌর এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত করে তার পূর্ণাঙ্গ সঠিক তথ্য তালিকাভুক্তি করার জন্য হবিগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে বিনামূল্যে ফরম সংগ্রহ ও আগামী ৭ কার্যদিবসের ভিতরে তা পূরণ করে পৌরসভা কার্যালয়ে জমা দিতে হবে।
এ ব্যাপারে দৈনিক হবিগঞ্জ মুখ পত্রিকা অফিস থেকে মেয়র মিজানুর রহমান মিজানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হবিগঞ্জ একটি প্রাচীন ও প্রথম শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার উন্নয়নের লক্ষ্যে সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে কর্ম পরিকল্পনা করে পৌরসভার সার্বিক উন্নয়ন মূলক কাজ করতে চাই। মেয়র আরো বলেন- শুধু সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক ও বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শ নিয়ে হবিগঞ্জ পৌরসভাকে দেশের উন্নত পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা চান তিনি। তিনি জানান, ইতিমধ্যে ৪টি সামাজিক সংগঠন পৌরসভার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com