এসএম সুরুজ আলী ॥ দেশের ৬৪টি জেলাকে বিভিন্ন ক্যাটগরিতে শ্রেণী ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪টি জেলাকে এ ক্যাটাগরি বা এ গ্রেড জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। হবিগঞ্জসহ সিলেট বিভাগের ৪টি জেলাকে এ গ্রেড জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলাকেও এ গ্রেড উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ৯ আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগ এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা প্রদান করে। এ গ্রেড জেলায় কি কি সুবিধা আছে এ ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, হবিগঞ্জ জেলা আগে থেকেই এ ক্যাটাগরি জেলা হিসেবে ছিলো। উপজেলা বিবেচনা করে জেলাগুলোকে এ গ্রেড জেলা হিসেবে ঘোষণা করা হয়। সেখানে সুবিধা অসুবিধার কিছু নেই।