স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অধিক যাত্রী বোঝাই করে নৌকা চলাচলের অপরাধে ৩ জন নৌকা চালককে অর্থদন্ড করেছে মোবাইল কোর্ট। গতকাল শনিবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে আজমিরীগঞ্জ লঞ্চঘাট ও টার্মিনাল নৌকাঘাটে অভ্যন্তরীণ নৌযান চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে অধিক যাত্রী বোঝাই করে নৌকা চলাচলের অপরাধে ইটনা বড়কড়ি গ্রামের মনাফ মিয়ার ছেলে জাফর মিয়া (২৩), চান মিয়ার ছেলে শিজিল মিয়া(২৫) ও মোসলেম মিয়ার ছেলে ফেজু হোসেনকে (২৯) অর্থদন্ড করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড না করার জন্য সতর্ক করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান জানান, মোবাইল কোর্ট চলাকালে বেশ কয়েকটি নৌকা থেকে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দিয়ে নতুন নৌকায় চলাচলের ব্যবস্থা করা হয়। ঘাটের ইজারাদার ও মাঝিদের নৌ চলাচলে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা রাখা, অধিক পরিমাণে মালামাল বা লোক পরিবহন না করা ও আবহাওয়া প্রতিকূল হলে মাঝনদী বা হাওরে অবস্থান না করার জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়। অভিযানে এসআই রেজা এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে ও জনসচেতনতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com