ছায়েদুল ইসলাম

দশ মাস দশ দিন ছিলে মায়ের গর্ভেতে,
মরনের মতো যন্ত্রণা দিয়ে আসলে পৃথিবীতে,
তবু কেন সে মা আজ বৃদ্ধাশ্রমে।

প্র¯্রাব পায়খানা করেছ কতো মায়ের কোলে,
তবুও মা দূরে রাখে নাই তুমি কষ্ট পাবে বলে।
সেই মা আজ কেন বৃদ্ধাশ্রমে।

তোমার ক্ষুধা নিবারণ করেছো মায়ের দুধে,
সে মা তো রাখে নাই তোমায় অনাহারে,
তাহলে এই মা কেন আজ বৃদ্ধাশ্রমে।

যেই বাবা দিন-রাত অম্লান পরিশ্রম করে,
নিজে না খেয়ে রাখতো তোমার জন্য,
সে বাবা কেন আজ বৃদ্ধাশ্রমে।

শিশু থেকে যুবক পর্যন্ত করেছে লালন পালন,
ভেবে দেখ দেয়নি তোমায় কোনদিন অনাথ আশ্রম,
তবে কেন সে মা বাবার স্থান বৃদ্ধাশ্রম।
লেখক পরিচিতি – মোঃ ছায়েদুল ইসলাম।
গ্রাম- করাব ফুলতৈল, পদবী- সৈনিক।