স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা এলাকায় এক যুবতীকে অপহরণ করতে না পেরে তাকে ও তার ভাইকে পিটিয়ে আহত করেছে একদল যুবক।
সূত্র জানায়, বহুলা গ্রামের আব্দুল জব্বারের যুবতী কন্যাকে প্রায়ই উত্যক্ত করতো একই গ্রামের এনাম ও তার বন্ধু মুন্না। বোনকে উত্যক্তের প্রতিবাদ করে ভাই আব্দুল জলিল। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে ৬ জুলাই রাস্তায় একা পেয়ে বড় বহুলা গ্রামের একদল যুবক ওই যুবতীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জলিল বাধা দিলে তাকে ও তার বোনকে পিটিয়ে আহত করে তারা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জলিল বাদি হয়ে আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ডিবির ওসিকে নির্দেশ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com