স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা মাদক বিক্রেতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এরপর থেকে হবিগঞ্জ সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে গতকাল শনিবার রাত ৯টায় ২নং পুল এলাকার বাইপাস থেকে প্রেস স্টিকার লাগানো একটি মোটর সাইকেলসহ সুমন আহমেদ নামে সাংবাদিক পরিচয়দানকারী এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই সাহিদ মিয়া ও পার্থ রঞ্জন এবং নাজমুলসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে সুলতান মাহমুদপুর গ্রামের ফজর আলীর পুত্র। পুলিশ জানায়, ইদানিং সাংবাদিকদের বিভিন্ন স্টিকার ব্যবহার করে একটি প্রতারকচক্র মাদক বিক্রি করে আসছে। এতে করে তারা আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোয়ার বাইরে থেকে যায়। আটক সুমন পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় মোটর সাইকেলটি লিমন নামে তার এক সাংবাদিক ভাইয়ের। কিন্তু খবর নিয়ে এ নামের কোনো সাংবাদিক পাওয়া যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com