স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফতিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মদিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বঙ্গমাতার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আতাউর রহমান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, চৌধুরী মোহাম্মদ ফরিদয়াদ, রাসেল চৌধুরী, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল প্রমূখ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত মুসল্লীদের অংশগ্রহণে বঙ্গমাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com