হবিগঞ্জ জজ কোর্টে প্রবেশ গেইটের সামনে রাস্তার পাশে ময়লার স্তুপ। পাশেই অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট। পৌরসভার নির্ধারিত কোন ডাস্টবিন না থাকলেও এখানে এমনভাবে ময়লা আবর্জনা ফেলে রাখা হয় যাতে করে নাকে টিপ দিয়ে ওই রাস্তায় চলাচল করতে হয়। উক্ত স্থানে ময়লা না ফেলার বিষয়ে এবং অবৈধ দোকানপাট উচ্ছেদের ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীসহ জজকোর্টে আসা লোকজন। ছবিটি স্বেচ্ছায় রক্তদান হবিগঞ্জ-এর এডমিন রূপক টুনটুনির টাইমলাইন থেকে নেয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com